স্টেপস ফর এ প্রপার স্কিন কেয়ার

সুন্দর প্রানবন্ত ত্বক কে না চায়? আর সুন্দর ত্বক পেতে হলে আমাদের অবশ্যই প্রতিদিন ত্বকের যত্ন নিতে হবে সাথে খেতে হবে প্রচুর পরিমানে শাকসবজি ও পানি। আর হেল্দি স্কিন পেতে আপনাকে প্রতিদিন বিউটি পর্লারে যেতে হবে না, ঘরে বসে প্রতিদিন সঠিক ভবে ত্বকের যত্ন নিলেই আপনি আপনার স্কিনের কন্ডিশন অনেকটাই ইমপ্রুভ ও মেনটেইন করতে পারবেন। কিন্তু এর জন্য থাকতে হবে স্কিন কেয়ার এর সঠিক জ্ঞান।

সঠিক প্রডাক্ট, সঠিক মাত্রায় নিয়মিত ব্যাবহার করে আপনি পেতে পারেন হেল্দি স্কিন। চলুন দেখে নেই সিরিয়াল অনুযায়ী স্কিন কেয়ারের স্টেপগুলো।

 

১।ক্লিনজার

স্কিন কেয়ারের প্রথম ধাপ হলো ক্লিনজার। স্কিন টাইপ অনুযায়ী ভালো একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে স্কিনটা কে ক্লিন করে নিতে হবে যাতে স্কিন এ কোনো প্রকার মেকআপ বা ময়লা না থাকে।

২।টোনার

আমরা অনেকেই স্কিন কেয়ারের এই ধাপ তা স্কিপ করে ফেলি কিন্তু স্কিন কেয়ার এর একটা মোস্ট ইম্পরট্যান্ট স্টেপ হচ্ছে টোনার। ক্লিন্জিং এর পরে স্কিন এর PH ব্যালেন্স করতে টোনার ব্যাবহার করা খুবই জরুরি।তাছাড়া টোনার পোরস কমাতেও সাহায্য করে। দিনে অন্তত দুই বার টোনার ব্যাবহার করা উচিত ।

৩।এসেন্স

এসেন্স মূলত স্কিন কেয়ার এর তৃতীয় ধাপ।এসেন্স আপনার স্কিন কে নেক্সট স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো ত্বক এ শুষে নেয়ার জন্য রেডি করে দেয়।

৪।সিরাম

সিরাম স্কিন কেয়ার এর অন্যতম ইম্পরট্যান্ট স্টেপ। সিরাম ডালনেস , পিগমেন্টশন ,আনইভেন স্কিনটোন ফাইন লাইন রিডিউস করতে সাহায্য করে।

৫।ময়েস্টারাইজার

স্কিন টাইপ বুঝে সঠিক পরিমানে ময়েস্টারাইজার ব্যাবহার করলে আপনি ত্বককে অতিরিক্ত শুস্ক বা তৈলাক্ত হয়ে যাওয়া  থেকে বাঁচাতে পারবেন। তাছাড়া দৈনন্দিন ময়েস্টারাইজার এর ব্যাবহার আপনার স্কিনকে দাগহীন ও উজ্জল করতে সাহায্য করবে।

৬।আই ক্রিম

আই ক্রিম নিয়মিত ব্যাবহারের ফলে ডার্ক সার্কেল পাফিনেস কমিয়ে আন্ডার আই এরিয়া আরো হেল্দি আর ইউথফুল করে।

৭।সানস্ক্রিন

আমাদের স্কিন কেয়ার এর সর্বশেষ স্টেপ হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন আমাদের ত্বক কে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা দেয়।যার ফলে দৈনন্দিন সানস্ক্রিনের ব্যাবহার আপনার স্কিনকে  সানট্যান থেকে বাঁচতে সাহায্য করবে

সিরিয়াল মেনটেইন করে রেগুলার স্কিন কেয়ার করলে কিছুদিনের মধ্যেই আপনি স্কিনটোন আর টেস্ক্চারে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন।

Leave a Comment