সুন্দর ফ্ললেস মেকআপ পেতে ভালো মেকআপ প্রডাক্টের সাথে চাই সতেজ ও পরিস্কার ত্বক। অনেকেই মনে করে নামী দামী ব্র্যান্ডের প্রডাক্ট ব্যাবহার করলে তার আগে ত্বক প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু লংলাস্টিং ফ্ললেস বেস পেতে হলে তাই ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া দরকার। ত্বক টানটান, সতেজ থাকলে তার উপর ফাউন্ডেশন, কনসিলার, ব্রোঞ্জার ও অন্যান্য মেকআপ প্রডাক্ট ভালোভাবে সেট হয়ে যায়, তা ছাড়া মেকআপ লংলাস্টিং ও হয়। কাজেই মেকআপ করার আগে ত্বকের এমন কিছু প্রাথমিক যত্ন নিন যাতে ত্বক থাকে ঝলমলে ও দীপ্তিময়। এক্সফোলিয়েটিং ফেসওয়াশ: মেকআপ শুরু করার প্রথম ধাপ হল মুখ ধোওয়া, আর ধুতে হবে এমন ফেসওয়াশ দিয়ে যা মুখ থেকে তেলময়লার পাশাপাশি মৃত কোষও তুলে দিতে পারে। আপনাকে ত্বকের ধরনের উপযোগী স্ক্রাবিং ফেসওয়াশ কিনতে হবে। মুখ ধোওয়ার সময় স্ক্রাবিং ফেসওয়াশ মুখে হালকা ঘষে …
মেকআপ করার আগে ত্বক কিভাবে প্রস্তুত করবেন? Read More »