সানস্ক্রিন হোক নিত্যসঙ্গী

বছরের যে কোন ঋতুতেই ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার জরুরি। হোক সেটা শীত, গ্রীষ্ম বা বর্ষা কাল ! রোদের ক্ষতিকারক সূর্যরশ্মি বা তাপ কম সময় থাকলেও তা ত্বকের জন্য ক্ষতিকর।শুধু বাইরে না ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যাবহার করা উচিত।তাই অবশ্যই ত্বকের ধরনের সাথে সামঞ্জস্য করে সঠিক সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

সানস্ক্রিনের কাজ-

সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতিকর। এই আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে হয় সানবার্ন যা থেকে স্কিনকে সুরক্ষা দেয়াই মূলত সানস্ক্রিনের কাজ।

ত্বকের ধরন ভেদে সানস্ক্রিন-

যে কোন সানস্ক্রিন যে কারো ত্বকে ব্যাবহার করা যাবে না।একই প্রোডাক্ট একজনকে স্যুট করলে সেটা আরেকজনকে নাও স্যুট করতে পারে। তাই যার যার ত্বকের ধরন অনুযায়ী সঠিক সানস্ক্রিন বাছাই করতে পারলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যাবে।যেমন তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটারবেজড সানস্ক্রিন বাছাই করা উচিত। সানস্ক্রিনের এসপিএফ অবশ্যই ৫০ মাত্রার অধিক ব্যবহার করবেন।

রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন বাছাই করতে হবে।  এসপিএফ ৩০ মাত্রার অধিক সানস্ক্রিন ব্যবহার করবেন।

নরমাল ত্বকেও এসপিএফ ৩০ মাত্রার অধিক সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ।

 

সানস্ক্রিন কি রিঅ্যাপ্লাই করবো –

অবশ্যই !!
বিভিন্ন এসপিএফ ভেদে প্রতি ৩-৫ ঘন্টা পরপর সানস্ক্রিন রি-অ্যাপ্লাই করা জরুরি। এসপিএফ এর পরিমাণ যত বেশি থাকে এটি তত বেশি সময় ধরে আমাদের স্কিনের সুরক্ষা নিশ্চিত করে। সাধারণত কয়েক ঘন্টা পরই আমাদের স্কিনে আমরা যেই স্কিন কেয়ার প্রোডাক্টই ব্যবহার করিনা কেন, তা মেল্ট হয়ে যায়। তাই কার্যকারিতা বজায় রাখতে অবশ্যই সানস্ক্রিন রি-অ্যাপ্লাই করতে হবে। আর সানস্ক্রিন ব্যাবহার করার আগে অবশ্যই ময়াশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে।

সানস্ক্রিন কি স্কিন থেকে রিমুভ করতে হয়-

বাকি সব বিউটি প্রোডাক্টের মত দিন শেষে অবশ্যই ত্বকের ওপর থেকে সানস্ক্রিন টা তুলতে হবে। আর এটা রিমুভের জন্য আপনার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের ডাবল ক্লিনজিং মেথডটা ফলো করলেই হবে।

সানস্ক্রিন কেনার সময় কি কি মাথায় রাখবো-

সানস্ক্রিন কেনার আগে অবশ্যই ভালো করে মেয়াদ উত্তীর্ণের সময় দেখে নেবেন। এবং যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অক্সিবেঞ্জোন, রেটিনাইল পালমিটেট এবং প্যারাবেন্স জাতীয় উপাদান রয়েছে, সেসব সানস্ক্রিন এড়িয়ে চলবেন।

কিছু ভালো সানস্ক্রিনের নাম-

  1. Plum Green Tea Day-Light Sunscreen Gel SPF35 PA+++
  2. Skin Cafe Sunscreen SPF 50 PA+++ Lightweight & Non-Greasy
  3. Neutrogena Hydro Boost Water Gel Lotion Sunscreen spf 50
  4. Bioré UV Aqua Rich Watery Essence Sunscreen SPF 50 PA++++
  5. Cerave Hydrating Mineral Sunscreen SPF 50 Lightweight & Non-Greasy.

Leave a Comment